শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোগান্তিহীন ঈদযাত্রায় মানুষের স্বস্তি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ৩:২২ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ৩:২২ অপরাহ্ণ
ভোগান্তিহীন ঈদযাত্রায় মানুষের স্বস্তি

পবিত্র ঈদুল ফিতরের ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে ২৪ এপ্রিল। ঈদের এক সপ্তাহ পরেও ঢাকায় ফিরছে মানুষজন। অনেকেই নিয়েছিলেন অতিরিক্ত ছুটি। ফলে সপ্তাহের ছুটির দিনেও ঢাকায় ফিরছেন তারা।

শুক্রবার (২৮ এপ্রিল) সরেজমিনে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে প্রবেশ করছে বাসস্ট্যান্ডে। সড়কে এখনো যানবাহনের আধিক্য না থাকায় দ্রুততম সময়েই ঢাকা ফিরতে পারছেন যাত্রীরা।

কথা হয় ময়মনসিংহ থেকে আসা সিদ্দিক হোসেনের সঙ্গে। তিনি বলেন, সকাল ৮টায় বাসে উঠেছিলাম। ১১টা বাজেই চলে এসেছি। রাস্তায় কোনো যানজট ছিল না। এবারের ঈদযাত্রা মোটামুটি ভোগান্তিহীনভাবেই পার করতে পেরেছি।

রাজীব বাসে চড়ে জামালপুর থেকে এসেছেন বেসরকারি চাকরিজীবী রাজীবুল হক। তিনি বলেন, এবারের ঈদে অতিরিক্ত ছুটি নেওয়া ছিল। সেটা শেষ হয় গতকাল বৃহস্পতিবার। কিন্তু আজ ও কাল আবার সরকারি ছুটি। তাই একেবারে আজকেই এসেছি।

টাঙ্গাইল থেকে ফিরেছেন যাত্রী মশিউর রহমান। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও ফেরার সময় নির্ধারিত ভাড়াতেই এসেছি।

এনা বাসে রংপুর থেকে ফিরেছেন মো. নূরনবী। তিনি বলেন, ঈদে অফিসে ডিউটি করতে হয়েছিল। তাই বাড়িতে যেতে পারিনি। ডিউটি শেষে ছুটি কাটিয়ে আজ ফিরলাম। কাল থেকে অফিস শুরু।

ঢাকায় ফেরা ছাড়াও অনেকে আজ বাড়িতে যাচ্ছেন। বাসস্ট্যান্ডে যাত্রীদের বিভিন্ন গন্তব্যের টিকিট কাটতে ও অপেক্ষা করতে দেখা যায়।

শেরপুরগামী বাসের টিকিট কেটে অপেক্ষা করছিলেন মোজাম্মেল হোসেন। তিনি বলেন, ঈদে ঢাকাতে ছিলাম। বাবা মা বাড়িতেই থাকে। তাদের সঙ্গে দেখা করতে বাড়িতে যাচ্ছি।

সম্পর্কিত পোস্ট