বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ

ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার দুই বাংলাদেশি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ১০:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ১০:৫১ পূর্বাহ্ণ
ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার দুই বাংলাদেশি

ক্রিকেট বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। দল দুটির খেলা নিয়ে তাই বরাবরই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এশিয়া কাপের দ্বিতীয় দিন আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়ে যাত্রা এশিয়া কাপের যাত্রা শুরু করবে উভয় দল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

কেবল অন ফিল্ড নয়, অফ ফিল্ডিং আম্পায়ারিংয়েও থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এই আম্পায়ার ভারত-পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী মুকুল।

সম্পর্কিত পোস্ট