মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টি বাড়ছে চট্টগ্রামে, কমছে সিলেটে

প্রকাশ: ২০ জুন ২০২২ | ১২:১১ অপরাহ্ণ আপডেট: ২০ জুন ২০২২ | ১২:১১ অপরাহ্ণ
বৃষ্টি বাড়ছে চট্টগ্রামে, কমছে সিলেটে

সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমছে, বেড়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (২০ জুন ) সকালে বাংলাদেশ আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এতে স্বাক্ষর করেন।

আবহাওয়া অফিস বলে, গতকাল সকালেও সিলেটে ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলাটিতে মাত্র ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টিপাত বাড়ায় চট্টগ্রামে ভূমিধসের মতো ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

তাপমাত্রার তথ্যে আবহাওয়া অফিস জানায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরের ওপর সক্রিয় মৌসুমি বায়ু মাঝারী অবস্থায় রয়েছে। আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত পোস্ট