বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাহরাইন দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ
বাহরাইন দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতার প্রথম প্রহরে স্থানীয় মানামা বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। ২৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির সদস্য, সাংবাদিক, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর মহান স্বাধীনতা দিবসের উপর এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে ও মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে সে সকল শহীদদেরকে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগ, অপরিসীম সাহস এবং সঠিক দিকনির্দেশনার ফসল হিসাবে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং তারই নির্দেশিত পথ অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাহরাইনস্থ বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাঁরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে এবং তাদের সুন্দর পরিবেশনায় উপস্থিত সকলে মুগ্ধ হয়।

রাষ্ট্রদূত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে মনোমুগ্ধকর পরিবেশনার জন্য ধন্যবাদ দেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে অনুষ্ঠানে আগত অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাহরাইনের বহুল প্রচারিত ইংরেজী Gulf Daily News (GDN) বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং বাহরাইনে সর্বাধিক পঠিত আরবী পত্রিকা ‘আল আখবারুল খালীজ’পত্রিকায় প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বি-পাক্ষিক সর্ম্পক বৃদ্ধিসহ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাময় খাত নিয়ে আলোকপাত করেন।

সংলাপ-২৭/০৩/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট