বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান্দরবানের পাহাড়ি বনে মিলল বিরল প্রজাতির লজ্জাবতি বানর

প্রকাশ: ৪ মে ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ আপডেট: ৪ মে ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ
বান্দরবানের পাহাড়ি বনে মিলল বিরল প্রজাতির লজ্জাবতি বানর

বান্দরবানের সদর উপজেলার পাহাড়ি বন থেকে একটি বিরল প্রজাতি লজ্জাবতি বানর উদ্ধার করেছে পাল্পউড বন বিভাগ। বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উজি পাড়ার ভেতর থেকে বিরল বিপন্ন প্রজাতির এই লজ্জাবতি বানরটি উদ্ধার করা হয়।

বান্দরবান পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১ মে উজিভিতর পাড়াবাসী বনের তরিতরকারি খুঁজতে পাড়ার পাশের পাহাড়ি বনে গেলে সেখানে এই লজ্জাবতি বানরটি দেখতে পান। পরে পাড়াবাসীর উক্যমং মারমা বন বিভাগের কাছে খবর দেয়। এরপর আজ বন বিভাগের উদ্ধারকারী দল উজি ভিতর পাড়া থেকে বানরটিকে উদ্ধার করে বান্দরবান সদর পাল্পউড অফিসে নিয়ে আসে। বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তা সঙ্গে যোগাযোগ করে আজ বিকেলের মধ্যে সাফারি পার্কের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

উক্যমং মারমা বলেন, গত ১ মে আমাদের পাড়ার কয়েজন তরুণ পাশের পাহাড়ি বনে তরকারি খুঁজতে গিয়ে বিরল প্রজাতি এই বানরটিকে ধরে গ্রামে নিয়ে আসে।  খরব পেয়ে বানরটিকে নিজ হেফাজতে রেখে বন বিভাগকে জানানো হয়। এরপর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া নেতৃত্বে, পাইংক্ষ্যং রেঞ্জ অফিসার অসীম বাড়ৈ, ও বনবিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আজ সকাল ৯টায় বানরটি হস্তান্তর করা হয়।

বান্দরবান বন বিভাগের পাল্পউড প্লান্টেশনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বান্দরবান জেলায় এই বিরল প্রজাতির বানর দেখা পাওয়া এখন দুষ্কর। এই দুষ্কর এবং বিরল প্রজাতির একটি লজ্জাবতি বানর উজি পাড়া ভিতর থেকে আজ সকাল ৯ টার সময় উদ্ধার করা হয়েছে। বর্তমানে বানরটি জেলা সদর অফিসে রাখা আছে। বানরটিকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যাপারে ইতোমধ্যে আলাপ করা হয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেই আজকের মধ্যেই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট