শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দূতাবাস মেক্সিকোর উদ্যোগে ৭ই মার্চ পালন

প্রকাশ: ৮ মার্চ ২০২২ | ১:১৪ অপরাহ্ণ আপডেট: ৮ মার্চ ২০২২ | ১:১৪ অপরাহ্ণ
বাংলাদেশ দূতাবাস মেক্সিকোর উদ্যোগে ৭ই মার্চ পালন

বাংলাদেশ দূতাবাস মেক্সিকোর উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ পালন করা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’-এর স্প্যানিশ সংস্করণের একটি পুস্তিকা উন্মোচন করেন।

করোনার কারণে সীমিত পরিসরে, শুধুমাএ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা শুনানো হয়।

ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে, দূতাবাসের কর্মকর্তাগণ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’-এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে, তিনি ৭ই মার্চ-এর ঐতিহাসিক ভাষণের চেতনা ও তাৎপর্য তুলে ধরেন ।

তার প্রত্যাশা ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’-এর স্প্যানিশ সংস্করণটি মেক্সিকোর জনগণসহ স্প্যানিশ ভাষাভাষী সকলকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

সংলাপ/০৩/০৮/০০৫ আজিজ

সম্পর্কিত পোস্ট