বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সম্মেলন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সম্মেলন

যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের ত্রয়োদশতম দ্বিবার্ষিকী সম্মেলন ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রেণীভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই প্রতিপাদ্যে সাংস্কৃতিক সংগঠন উদীচীর যুক্তরাজ্য সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২ টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের পতাকা ও দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী পতাকা উত্তোলন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সম্মেলন প্রস্তুতি পরিষদের সভাপতি হারুন অর রশীদ। বাংলাদেশের পতাকা উত্তোলন করেন সিপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি এডভোকেট আবেদ আলী আবিদ এবং ব্রিটিশ পতাকা উত্তোলন করেন যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসের মেয়র জন বিগস ও টাওয়ার হেমলেটসের স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন।

সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ডাক্তার আহমেদ জামান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সম্মেলন প্রস্তুতি পরিষদের সভাপতি হারুন অর রশীদ।

প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, সিপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি এডভোকেট কমরেড আবেদ আলী আবিদ, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসের মেয়র জন বিগস, টাওয়ার হেমলেটসের স্পীকার, কাউন্সিলর আহবাব হোসেন, লন্ডন কাউন্সিল ম্যান মনসুর আলী, কাউন্সিলর ছাদ চৌধুরী, সিপিবি যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক কমরেড নিছার আহমদ।

লন্ডন শহর ছাড়াও বিলেতের বিভিন্ন শহর হতে কমিউনিটির বিভিন্ন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযাদ্ধা লোকমান হোসেন, সাংস্কৃতিক কর্মী এনায়েত সারোয়ার, বাংলাদেশি ওয়াকার্স কাউন্সিলের সভাপতি শাহরিয়ার বিন আলী, ডক্টর রব উদ্দীন, মোস্তফা কামাল, সাংবাদিক সায়েম চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মিল্লিক প্রমুখ।

ভাষা আন্দোলন ও প্রগতিশীল রাজনীতিতে অবদানের জন্য ভাষা সৈনিক ডাক্তার আহমেদ জামান, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ৭১-এর কন্ঠযোদ্ধা মাহমুদুর রহমান বেণু ও যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসে বাংলা শিল্পী-সংস্কৃতির বিশেষ অবদানের জন্য কাউন্সিলর আহবাব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সঞ্চালনা করেন আমিনা আলী ও জোবের আখতার সোহেল।

এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা আন্দোলনের তাৎপর্যপূর্ণ মাস, আগত বসন্ত ঋতু, বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতি মূলক গান, সম্প্রতি ঘটমান যুদ্ধ নয় শান্তির বার্তা এবং সম্মেলন এসব বিষয়ের সমন্বয়ে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টস’এর ছাত্রছাত্রী সহ উদীচী যুক্তরাজ্য সংসদের কর্মী ও সদস্যরা গান,নৃত্য,আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলেন ইসলাম ও রওশন জাহান সিমি।

এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিকেলের অধিবেশনে সংগঠনটির পূর্বের কমিটি বিলুপ্ত করে
নির্বাচনী কমিটির (সাবজেক্ট কমিটি) মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জোবের আখতার সোহেল। এছাড়া উদীচী কার্যকরী কমিটিকে পরিচালনার জন্য উদীচীর গঠনতন্ত্র মোতাবেক সবকটি বিভাগের জন্য ২৯ সদস্যদের নাম উল্লেখিত ও ৪ জনকে কোপ্ট করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়।

তাঁরা হলেন গোপাল দাস, শেখ নুরুল ইসলাম, সেলিনা শাফী, আমিনা আলী, জলি রশীদ, হেলেন ইসলাম, সুশান্ত দাস(প্রশান্ত), অসীমা দে, ইভা আহমেদ, হামিদা ইদ্রিস, আসমা শিল্পী, সারথী ভৌমিক, শামসুদ্দীন, অনুপম রহমান, সেলিম মালেক, বাবলু দে, জলীল আহমেদ, রাজিয়া রহমান, সালাউদ্দীন শাহীন, ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, নাছিমা কাজল, আনছার ভাই, হেলাল আহমদ, নাসিমা আলী, মুনজেরীন রশীদ প্রমুখ।

নির্বাচনী কমিটির (সাবজেক্ট কমিটি) প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর নব গঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। কাউন্সিল পর্ব সভাপতিত্ব করেন গোপাল দাস। সঞ্চালনা করেন নুরুল ইসলাম। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন আমিনা আলী ও শোক প্রস্তাব করেন মুনজেরীন রশীদ।

সংলাপ ২৮/০২/০০৩ আজিজ

সম্পর্কিত পোস্ট