শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ
বনশ্রীতে লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলবাহী লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লরিচালক ও তার সহকারীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টায় জানান তিনি আগেই মারা গেছেন।

আবু নাসেরকে ঢামেকে নিয়ে যান রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার। তিনি বলেন, আমরা খবরে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবু নাসের চিটাগাং বুল হোটেলে ম্যানেজার হিসাবে চাকরি করছিলেন। সকালে তিনি মোটরসাইকেলে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার মাথার মগজ বের হয়ে যায়। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করেছি। লরিটিও (নারায়ণগঞ্জ-ঢ-০১-০০৩০) জব্দ করা হয়েছে।

নিহত নাসের অ্যাপাচি আরটিআর (ঢাকা মেট্রো-ল-৫৬-৭৯৬১) মোটরসাইকেল চালাচ্ছিলেন।

ওসি আরও বলেন, তিনি সাভারের আমিনবাজার মানিক নগর এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তারা বাবার নাম আবু তাহের।

সম্পর্কিত পোস্ট