বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুটবল বিশ্বকাপ দেখতে কন্টেইনার পার্ক তৈরি করেছে কুয়েত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ
ফুটবল বিশ্বকাপ দেখতে কন্টেইনার পার্ক তৈরি করেছে কুয়েত

ট্যুরিস্টিক এন্টারপ্রাইজ কোম্পানি কুয়েতের সালমিয়ার ব্লাজাত সমুদ্র সৈকতে ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখতে একটি কন্টেইনার পার্ক নির্মাণ করেছে কুয়েত। যার নাম দেওয়া হয়েছে ‘কেডব্লিউটি ফ্যান বক্স’। পার্কটির চারপাশে বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁসহ মোট পাঁচটি বড় স্ক্রিন স্থাপন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল শেষ হওয়া পর্যন্ত এসব স্ক্রিনে খেলা দেখনো হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত “কেডব্লিউটি ফ্যান বক্স” খোলা থাকবে। যেখানে স্থানীয় ক্রীড়াপ্রেমী কুয়েতি, বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের প্রবাসীদের ভিড় দেখা যায়।

খেলা দেখার জন্য প্রতিটি প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ২.৫ কুয়েতি দিনার ধরা হয়েছে। এছাড়া ৪ জন বা তার বেশি দর্শকদের জন্য ২ দিনার এবং গৃহকর্মীসহ পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ রয়েছে।

এদিকে খেলা দেখতে আসা সিলেট প্রবাসী মোহাম্মদ আকবর হোসেন বলেন, সমুদ্র সৈকতের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় পর্দায় হাজার হাজার দর্শকদের সঙ্গে খেলা দেখার মজাই আলাদা। মনে হচ্ছে আমরা যেন কাতারের গ্যালারিতে বসেই খেলা দেখছি।

সম্পর্কিত পোস্ট