বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহবান

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২ | ৫:৫১ অপরাহ্ণ আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ | ৬:২৯ অপরাহ্ণ
প্রবাসীদের বাংলাদেশ বিমানে যাতায়াতের আহবান

প্রবাসীদের আয়ের বড় একটি অংশ চলে যায় ভিনদেশি এয়ারলাইন্সে যাতায়াতে। তাই সরকার প্রবাসীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমান সংযুক্ত করেছে। কষ্টার্জিত অর্থ দেশের বাহিরে চলে না যায় সেজন্য প্রবাসীদের যাতায়াতে নিজ দেশের বিমান ব্যবহারের আহবান জানিয়েছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবু বক্কর সিদ্দিক আরও বলেন প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সহ-সভাপতি মোহা. জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভি প্রতিনিধি হেব্জু মিয়া, এসএ টিভি প্রতিনিধি সেলিম হাওলাদার, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি আবু বক্কর পাভেল, ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আলাল আহমেদসহ বিমান অফিসের কর্মকর্তা সামসুল আলম তুহিন ও গিয়াস উদ্দিন।

প্রবাসীদের  জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তত বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পাবে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরি বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।

সম্পর্কিত পোস্ট