শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের এনআইডি’র সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৪৭ অপরাহ্ণ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৪৮ অপরাহ্ণ
প্রবাসীদের এনআইডি’র সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

প্রবাসীদের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের এনআইডি’র সমস্যা সামাধান করতে সংশ্লিষ্টদের জানাবো। আশা করি এই সমস্যা শিগগিরই সমাধান হবে।’

প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু থাকা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় তিনটি বন্ডের লেনদেন অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে আনা হয়েছে। এর ফলে বিনিয়োগ করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক। কিন্তু সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) না থাকায় অনেক প্রবাসী ওয়েজ আর্নার্স বন্ডের জন্য আবেদন করতে ব্যর্থ হচ্ছেন। এমনকি এনআইডি না থাকায় আমিরাতস্থ রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক থেকেও বন্ড সংগ্রহ করতে পারছেন না প্রবাসীরা। এতে করে সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হচ্ছেন তারা। গণমাধ্যমের পক্ষ থেকে প্রবাসীদের এমন অভিযোগ মন্ত্রীকে জানালে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।

গত বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) রাতে আমিরাত সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি মোঃ রাজা মালিকের বাসভবনে নৈশভোজ যোগ দেন। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিষয়টি মন্ত্রীর নজরে আনেন।

এসময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, দুবাইয়ের কনস্যাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও বাংলাদেশ সমিতি দুবাই’র উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবু জাফর চৌধুরী সিআইপি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আয়ুইব আলী বাবুল সিআইপি ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট