বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেওয়া নামই ঘোষণা করেছেন রাষ্ট্রপতি, দাবি বিএনপির

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২:৩১ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর দেওয়া নামই ঘোষণা করেছেন রাষ্ট্রপতি, দাবি বিএনপির

নবগঠিত নির্বাচন কমিশন অর্থবহ নয় বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ নামই ঘোষণা করেছেন রাষ্ট্রপতি।

বিএনপি নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ নিজেদের লোক দিয়ে ইসি গঠন করেছে। তাদের লোক দিয়েই যে ইসি গঠিত হবে তা বিএনপি আগে থেকেই জানত। তাই নির্বাচন কমিশন গঠনে সংলাপসহ সার্চ কমিটিতে নাম দেওয়া থেকে বিরত থেকেছে দলটি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্য চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আগেও বলেছি এখনো পরিষ্কার করে বলছি, শুধু নির্বাচন কমিশন নয়, আওয়ামী লীগ যা কিছু করবে তা নিজেদের লোক দিয়েই করবে। সুতরাং এ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার আমাদের কাছে অর্থবহ নয়। এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটাকে বিএনপি প্রথম থেকেই গুরুত্ব দেয়নি। এটা অর্থহীন। এটা যে তামাশা তা আমরা প্রথম থেকেই বলে আসছি, এখনও তাই।

তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী যে ৫ জনের নাম দিয়েছেন রাষ্ট্রপতি ইসি হিসেবে তাদের নামই ঘোষণা করেছেন। এ তামাশা যে হবে আমরা আগে থেকেই জানি, এটা নতুন কিছু নয়।

বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। সেই সরকারই নির্বাচন কমিশন গঠন করবে। আওয়ামী লীগের এই কমিশন দিয়ে আগামী নির্বাচন হবে না, বলেন খন্দকার মোশাররফ।

সংলাপ/২৭/০২/০০৪/আজমল

সম্পর্কিত পোস্ট