শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্ক থেকে ১০ প্রজাতির ২৮টি বন্য প্রাণী উদ্ধার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ
পার্ক থেকে ১০ প্রজাতির ২৮টি বন্য প্রাণী উদ্ধার

বাগেরহাটের একটি বেসরকারি ইকোপার্কে অভিযান চালিয়ে ১০ প্রজাতির ২৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে র‌্যাব ও বন বিভাগ। সোমবার দুপুরে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা ও র‌্যাব-৬ যৌথভাবে অভিযান পরিচালনা করে বাগেরহাট সদর উপজেলা রনজিতপুর এলাকার চন্দ্রমহল ইকোপার্ক থেকে এসব বন্য প্রাণী উদ্ধার করে।
র‌্যাব জানায়, অভিযানে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ২৮টি জীবিত বন্য প্রাণী ছাড়াও হরিণের ৬টি শিং, ৬টি চামড়া ও একটি মাথার খুলি, একটি করে ভালুক ও ক্যাঙারুর চামড়া এবং একটি তিমির কঙ্কাল উদ্ধার করা হয়। আইনবহির্ভূতভাবে পার্ক কর্তৃপক্ষ এগুলো সংরক্ষণ করে রেখেছিল। এই অপরাধে ঘটনায় চন্দ্রমহল ইকোপার্কের ব্যবস্থাপক মোহাম্মাদ আলী চাকলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উদ্ধার হওয়া জীবিত প্রাণীগুলোর মধ্যে আছে—১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ১টি হনুমান, ৫টি বানর, ১টি ময়ূর, ২টি উটপাখি, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি।

বাগেরহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৬–এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য, পরিদর্শক রাজু আহমেদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট