বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ | ৫:২৩ অপরাহ্ণ
নিউইয়র্কে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটিতে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক অনুষ্ঠান করা হয়েছে। ২৬ এপ্রিল কুইন্সে রিগো পার্কের জয়া ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাফিজুল হক এবং প্রধান অতিথি ছিলেন প্রোগ্রেসিভ ফোরাম ইউ এস এ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন বকুল।

অনুষ্ঠান পরিচালনা করেন জাকির হোসেন বাচ্চু ও গোলাম মর্তুজা। অতিথি বক্তা ছিলেন অধ্যাপক হোসনে আরা হাসি, রীনা সাহা, শরাফ সরকার।

সভার শুরুতে ইডেন গার্লস কলেজের ছাত্র সংসদের নির্বাচিত প্রাক্তন ভিপি ও সাংবাদিক নিনি ওয়াহিদের স্বামী, বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর সহধর্মিনী সুফিয়া কাশেম এবং ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি ও প্রোগ্রেসিভ ফোরামের প্রচার সম্পাদক মো. হারুনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বক্তাদের মধ্যে আরও ছিলেন হিরো চৌধুরী, আলীম উদ্দিন, আশীষ রায়, লিয়াকত আলী, কল্লোল দাশ, অসীম সাহা, হেলাল উদ্দিন, সবুক্তগীন সাকি, মুসাব্বির আহমেদ, বিপ্লব চাকি প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমদ রানা, মিনহজ আহমেদ শামু, আলমগীর হোসেন, সুলেখা পাল, বাবুল আচার্যি, সৈয়দ ফজলুর রহমান, মুকিত চৌধুরী, লুৎফর সরকার।

সম্পর্কিত পোস্ট