বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক আর নেই

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ৫:১০ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ৮:৪৩ অপরাহ্ণ
নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক আর নেই

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা ড. ইনামুল হক আর নেই। তার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকায় নিজ বাসভবনে আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন।

গুনি নাট্যকার, নির্দেশক ও শিক্ষক, এর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দেশের খ্যাতিমান এই অভিনেতা ১৯৪৩ সালের ২৯ মে ফেনী জেলার মোটবীতে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ফেনী পাইলট হাইস্কুল থেকে এসএসসি,ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি অনার্স ও এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে
ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

কর্মজীবনে তিনি একজন প্রখ্যাত অভিনেতা, লেখক, নাট্যকার ও শিক্ষক ছিলেন। দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শিক্ষকতা করেন। তার অভিনীত ১৮টি নাটক বিভিন্ন নাট্যপত্রে, ম্যাগাজিন ও বই আকারে প্রকাশিত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নির্জন সৈকতে, গৃহবাসী, মুক্তিযুদ্ধ নাটকসমগ্র, বাংলা আমার বাংলা ইত্যাদি।

কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ একুশে পদক (২০১২), টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার আজীবন সম্মাননা (২০১২) ও স্বাধীনতা পুরস্কার (২০১৭) লাভ করেন।

ব্যক্তিজীবনে তার দাম্পত্য সঙ্গী আরেক গুনি নাট্যজন লাকী ইনাম। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক।

সম্পর্কিত পোস্ট