শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

নাইজেরিয়ার একটি গ্রামে ঢুকে গ্রামবাসীর ঘরবাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেনু রাজ্যের আপা এলাকায় এ হামলা চালানো হয়।

ডেভিড ওলোফো নামের এক সরকারি কর্মকর্তা জানান, হামলার ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ভয়ে মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

রাজ্যটিতে এ ধরনের হামলা চালিয়ে গত মাসে প্রায় ৮০ জনকে হত্যা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। দেশটির সরকার এসব হামলার জন্য ফুলানি পশুপালক গোষ্ঠীকে দায়ী করেছে।

অন্যদিকে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের নাগলা থেকে এফএইচআই ৩৬০ নামের একটি এনজিওর পাঁচ কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। অপহৃতরা সবাই সাধারণ গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিতেন বলে জানিয়েছে এনজিওটি।

সম্পর্কিত পোস্ট