বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ.আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ
দ.আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০

দক্ষিণ আফ্রিকার পূর্ব জোহানেসবার্গের হাসপাতালের কাছে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ১৯ জনের শারীরিক অবস্থা গুরুতর এবং ১৫ জনের অবস্থা স্থিতিশীল হলেও তারা গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকার ট্যাংকারে তরল পেট্রোলিয়াম গ্যাস ছিল। বিস্ফোরণে হাসপাতালের ছাদের কিছু অংশ ধসে পড়ে। পরে হাসপাতালের ক্যাসুয়াল বিভাগ থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।

জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যান্টালদি বলেন, একটি গ্যাস ট্যাংকার সাবওয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সেখানে আটকে যায়। এতে সৃষ্ট ঘর্ষণে ট্যাংকারে আগুন ধরে যায়।

সম্পর্কিত পোস্ট