শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৪৩ অপরাহ্ণ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৪৩ অপরাহ্ণ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম দিয়ে সাজানো ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

মুজিববর্ষ উপলক্ষে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রবেশদ্বারে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু কর্ণার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে বিশদভাবে জানার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে এটি। কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও বর্তমান ডেপুটি কনসাল জেনারেল সাইদুল ইসলামের সার্বিক প্রচেষ্টায় এই কর্নারটি নির্মাণ করা হয়। যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ, বঙ্গবন্ধুর দেশ-বিদেশ সফর ও নানা কর্মকাণ্ডের স্থিরচিত্র। ডিজিটাল মনিটরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রসঙ্গে নানা ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। একটি অংশ জুড়ে লাইব্রেরিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কালজয়ী ইতিহাসের বিখ্যাত লেখকদের বই। পুরো কর্নারটি জুড়ে বিশ্ব নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর দুর্লভ ছবিগুলো প্রদর্শন করা হয়েছে। প্রবাসী ও বিদেশীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাইলে এ কর্নারটি গবেষণার অন্যতম স্থান হিসেবে কাজে লাগাতে পারবেন।

এছাড়াও কনস্যুলেটের দেয়ালে আঁকা হয়েছে ১৯৪৭ থেকে ‘৭১ পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা ও সরকারের সাফল্যের সূচক। তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ কিছু চিত্রকর্ম।

এই দিন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেটে নির্মিত জাতির পিতার ম্যুরালে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান। পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণার ও দেয়ালে আঁকা চিত্রকর্মগুলো ঘুরে দেখেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।

এসময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, সাবেক কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলামসহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট