বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুবাই এক্সপোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ
দুবাই এক্সপোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ে চলমান এক্সপো ২০২০ এর বাংলাদেশ প্যাভিলিয়নের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

দুবাই বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট জেনারেল ও জাতি সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ড. ডেনা আসাফ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কাউন্সিলর ও দূতালয় প্রধান প্রভাষ লামারং।

বক্তারা- বাংলা ভাষা ও সংস্কৃতির উপর গুরুত্বারোপ করে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে অর্জনের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা শেষে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও ফিলিপাইনের শিল্পীদের অংশগ্রহণে বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়

সম্পর্কিত পোস্ট