বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার সড়কে ঝরলো ৫ বাংলাদেশির প্রাণ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার সড়কে ঝরলো ৫ বাংলাদেশির প্রাণ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনায় পড়েছেন বলে আমরা শুনেছি। লরির সঙ্গে তাদের বহনকারী কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।

রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিউফোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

ফেইসবুকে প্রবাসীদের বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায় এবং একজনের বাড়ি নোয়াখালী জেলায়।

সম্পর্কিত পোস্ট