বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

প্রকাশ: ১ মার্চ ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি অভিবাসী উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। দেশটির পুমালাঙ্গা প্রদেশে চালানো ওই অভিযানে মানব পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিবাসীদের আইনি সহায়তা দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ টাস্কফোর্সের একটি দল। অভিযানে সেখান থেকে ১৯ অভিবাসীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ তাদের কাছে মোবাইল ছাড়া আর কিছুই পায়নি।

পুলিশ সূত্র থেকে জানা যায়, অভিবাসীদের বন্দি করে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই বাংলাদেশি। পুলিশের ধারণা, এটি মানব পাঁচারের অংশ। এ ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতারও করা হয়েছে।

উদ্ধার হওয়া অভিবাসীরা এখনো পুলিশের হেফাজতেই রয়েছে। তাদের উদ্ধারের বিষয়টি দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়েছে। তাদেরকে সহায়তায় পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়।

এক সাথে এতো অভিবাসী উদ্ধারের খবর উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার জাতীয় গণমাধ্যমে। তারা অবৈধ ভাবে পার্শ্ববর্তী মোজাম্বিক ও এসওয়াতিনি থেকে সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট