বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিউনিশিয়ায় নৌকাডুবে ৯ অভিবাসীর মৃত্যু

প্রকাশ: ২ মার্চ ২০২২ | ২:৩১ অপরাহ্ণ আপডেট: ২ মার্চ ২০২২ | ২:৩১ অপরাহ্ণ
তিউনিশিয়ায় নৌকাডুবে ৯ অভিবাসীর মৃত্যু

ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূল পেরোতে গিয়ে নৌকাডুবিতে কমপক্ষে নয়জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশীর মৃত্যু এবং নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চেব্বা থেকে ১৮ কিলোমিটার দূরে নৌকা উল্টে অভিবাসীরা প্রাণ হারিয়েছেন। তিউনিশিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে ইউরোপে পাড়ি দেওয়ার হার গত কয়েক মাসে যথেষ্ট বেড়েছে।

জানা গেছে, উদ্ধার হওয়া অভিবাসীদের অবস্থা আশঙ্কাজনক। মনে হচ্ছে, আরও বেশ কয়েকজন অভিবাসী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। তাদের খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর যৌথ সহযোগিতায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর যৌথ সহযোগিতায় নয়জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি অভিবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আফ্রিকা ও পশ্চিম এশিয়ার দারিদ্র্যের হাত থেকে বাঁচতে নতুন জীবনের সন্ধান পেতে চান অনেকেই। ইউরোপে পাড়ি দিতে চান কাজের সন্ধানে। অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সাম্প্রতিককালে বেশ কয়েকজন অভিবাসী প্রাণ হারিয়েছেন।

সংলাপ- ০২/০৩/০০৩ আজিজ

সম্পর্কিত পোস্ট