শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেকে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৩৪ অপরাহ্ণ
ঢামেকে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে ছয় দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ডিএমসিএইচ ইলেভেন স্টার্স এবং রানার্সআপ হয়েছে বিজয় ৭১।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ফজলে রাব্বি মেডিকেল হোস্টেল মাঠে খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও নগদ অর্থ প্রদান করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা করে যাচ্ছেন। কাজের পাশাপাশি তাদের শরীর ও মন ঠিক রাখার জন্য এমন খেলা আয়োজনে আমরা সবসময় পাশে আছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, নার্সিং পেশায় বেশীর ভাগ নারী রয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের নিয়েও আগামীতে খেলা আয়োজন করার জন্য তিনি পরামর্শ দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম, সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা নার্সিং পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ঢামেক বার্ন ও প্লাস্টিক সার্জারির নার্সিং ইনচার্জ মো. ফয়সালুজ্জামান, সদস্য সচিব সিনিয়র স্টাফ নার্স মো. নিজাম, জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ মো. লিয়াকত হোসেন এবং সিনিয়র স্টাফ নার্স মো. বাবর আলীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পর্কিত পোস্ট