শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনসিসির ৫ স্বাস্থ্য কর্মকর্তা বদলি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ১২:০০ অপরাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ১২:০০ অপরাহ্ণ
ডিএনসিসির ৫ স্বাস্থ্য কর্মকর্তা বদলি

প্রশাসনিক স্বার্থে অঞ্চল-১ থেকে অঞ্চল-৫ পর্যন্ত দায়িত্বে থাকা পাঁচজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে অন্য অঞ্চলে বদলি করা হয়েছে। পাশাপাশি নিজ দায়িত্বসহ অতিরিক্ত অঞ্চলের দায়িত্বও দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (৩০ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এরআগে ডিএনসিসির সচিব
মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই পাঁচজনকে বদলি করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করে একটি অফিস আদেশ জারি করেছেন।

ডিএনসিসির সচিব বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসনিক স্বার্থে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাদের অফিস আদেশ জারির ৩ দিনের মধ্যে বদলি ও অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মস্থলে অবশ্যই যোগদান করতে হবে। আর তা না হলে ৪র্থ কর্মদিবস থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা, জনসম্পৃক্ততা সৃষ্টি, টিকা দেওয়া, ঘরে ঘরে স্বাস্থ্য সেবা বিষয়ক নানান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সে কারণে সবারই কাজের পরিধি বেড়েছে। এ কথা সত্য আমাদের লোকবল অনেক কম। বর্তমানে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে কারণে এসব সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদেরও নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত অঞ্চলের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি অন্যদেরও নিজ দায়িত্বসহ কাজের পরিধি বেড়েছে।

বদলি হওয়া পাঁচ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অঞ্চল-১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন নেসা। তাকে বদলি করে অঞ্চল-৩ সহ অঞ্চল-৯ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদ আলীকে অঞ্চল-১ এ বদলি করা হয়েছে পাশাপাশি অঞ্চল-৮ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অঞ্চল ৩ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম ওয়াসিমুল ইসলামকে অঞ্চল-৫ এ বদলি করা হয়েছে পাশাপাশি অঞ্চল-১০ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অঞ্চল-৪ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফারজানা আফরোজকে অঞ্চল-২ এ বদলি করা হয়েছে, পাশাপাশি অঞ্চল-৬ এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে অঞ্চল-৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফিরোজ আলমকে অঞ্চল-৪ এ বদলি করার পাশাপাশি অঞ্চল-৭ এর অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সম্পর্কিত পোস্ট