মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশিরা কাতারে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২ | ৭:২০ অপরাহ্ণ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ
ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশিরা কাতারে

চলতি মাসের ২০ নভেম্বর শুরু হবে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে ট্যুরিজম ব্যবসা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মদিনা মোররায় ওয়াল্ড ওয়াইড ট্যুরস এন্ড ট্রাভেলের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

দূতাবাসের লেভার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহদী হাসান, কমিউনিটি নেতা এম এম নূরু, কাতার বাংলা প্রেসক্লাবে সভাপতি ই এম আকাশ, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকনসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানান চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও শ্রম মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান।

এ সময় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর রিয়াজুুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার তৌহিদ খান ও মোহাম্মদ আরাফাত।

সম্পর্কিত পোস্ট