শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেফতার

প্রকাশ: ৬ জুন ২০২৩ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৩ | ৪:১২ অপরাহ্ণ
টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে দুই কজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ জুন) সকাল ১০ টার দিকে নাজিরপাড়া বিওপির আলুগোলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার ও এসব মাদক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

গ্রেপ্তারকৃত মেহেদি হাসান টেকনাফ খোনকার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান চালায় বিজিবি। অভিযান চলাকালে সীমান্তের জিরো পয়েন্ট থেকে আনুমানিক ৪শ গজ দূরে কেওড়া বাগানে একজনকে ঘোরাপেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার ব্যাক্তির তথ্যের ভিত্তিতে কেওড়া গাছের নীচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত যুবককে জব্দকৃত আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট