বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩ | ৭:০০ অপরাহ্ণ আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ | ৭:০০ অপরাহ্ণ
টেকনাফে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদকদ্রব্যসহ ৬ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং  ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের লে. কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) আব্দুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ইব্রাহিম (২৩), ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের মো. আমিন (৩৩), রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর মো. আরিফ (৩৩), মাহমুদুর রহমান (১৮), উনচিপ্রাং রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প-২২ এর কানিজ (২৪) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. নবী হোসেন (২৮)।

টেকনাফ স্টেশান কমান্ডার মো. মহিউদ্দিন জামান বলেন, কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। ডাকাতদল পালিয়ে যেতে চাইলে বেশ কিছু স্থানে কোস্ট গার্ডের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, পরে কোস্ট গার্ড স্টেশান টেকনাফ ও সেন্টমার্টিনের আভিযানিক দল দুটি যৌথভাবে রঙ্গিখালীর কাছে খড়ের দ্বীপের চারদিক ঘিরে ফেলে। অভিযান চলাকালীন কোস্টগার্ড কর্তৃক ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, দ্বীপটি টেকনাফ থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সেন্টমার্টিন যৌথভাবে দীর্ঘ ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আইআই

সম্পর্কিত পোস্ট