শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৪৯ পূর্বাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৪৯ পূর্বাহ্ণ
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণ সামনে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১টায় ম্যাচটি শুরু হয়।  

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস ভাগ্য জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

গত জুলাইয়ে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠে ফিরছে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। 

সুপার লিগের পয়েন্টের মারপ্যাঁচেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা বিচার করা হবে। সে পথে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট। এবার এই পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে (৯৫) টপকে টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা। সঙ্গে প্রথম দল হিসেবে সুপার লিগের ১০০ পয়েন্টের মালিক বনে যাবে বাংলাদেশ দল। 

বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে চট্টগ্রামে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে থাকার। কিন্তু প্রতিপক্ষের নাম যখন আফগানিস্তান, কাজটি তখন সহজ নয় মোটেও। সুপার লিগে দারুণ অবস্থান আফগানদেরও। ছয় ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নামের পাশে আছে ৬০ পয়েন্ট। তারাও চাইবে এই সিরিজে বাংলাদেশকে টপকে যেতে।

সম্পর্কিত পোস্ট