বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জলবায়ু সমস্যার কারণে রোগবালাই বাড়ছে

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২ | ১:২৮ অপরাহ্ণ আপডেট: ৭ এপ্রিল ২০২২ | ১:২৮ অপরাহ্ণ
জলবায়ু সমস্যার কারণে রোগবালাই বাড়ছে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, জলবায়ু সমস্যার কারণে রোগবালাই বাড়ছে। দ্রুত নগরায়নের ফলে রাজধানীতে যানজট এবং শব্দদূষণ তীব্র আকার ধারণ করেছে। এমনকি এই শব্দদূষণের মাত্রা এমন যে, এর প্রভাবে আমাদের শ্রুতি ও দৃষ্টিশক্তি কমে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় ২০০৯ সালে একটি কর্মকৌশল নির্ধারণ করেছিলাম। প্রধানমন্ত্রীও আমাদের জন্য একটি ফান্ড তৈরি করেছিলেন। আমরা পরিকল্পিতভাবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

খুরশীদ আলম আরও বলেন, গত মহামারিতে সারাদেশে ডাক্তার, নার্স, গণমাধ্যম, প্রশাসনসহ সবাই মিলে কাজ করেছি। এমনকি যার ফলে করোনা মহামারিকে আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। একইভাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্বাস্থ্যক্ষতি ও মৃত্যু তা আমরা কমাতে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট