মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চীনে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৮:১০ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৮:১৫ অপরাহ্ণ
চীনে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান ও ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সহ-সভাপতি এরফান আহমেদ খানের সঞ্চালনায় দেশটির কুনমিংয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সভাপতি মো. জনি বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, কুনমিংয়ে বাংলাদেশ কনুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর মো. বজলুর রশিদ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে সকল চীন প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. জয় হোসাইন, মুরাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক খাজা আহমেদ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সকল শহীদ বীর মুক্তিযাদ্ধা ও বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট