শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাদের মরুভূমি থেকে ২৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ
চাদের মরুভূমি থেকে ২৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

উত্তর মধ্য আফ্রিকার দেশ চাদের মরুভূমি থেকে ২৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এই তথ্য জানিয়েছে। মৃত অভিবাসীদের মধ্যে চারজন শিশু বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, পানির তৃষ্ণায় মারা গেছেন তারা।

আইওএম বলেছে, এই অভিবাসন প্রত্যাশীরা একটি পিকআপ ট্রাকে করে ১৭ মাস আগে চাদের মধ্যাঞ্চলীয় শহর মুসোরো ছেড়েছিল। একপর্যায়ে ট্রাকটি গভীর মরুভূমিতে হারিয়ে যায় এবং যান্ত্রিক সমস্যার কারণে অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে তৃষ্ণায় অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়।

চারদিকে স্থলবেষ্টিত দেশ চাদের সঙ্গে উত্তরে লিবিয়ার সীমান্ত রয়েছে। আফ্রিকার অনেক অভিবাসনপ্রত্যাশী এই সীমান্ত পার হয়ে ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করে। চাদের বিশাল এলাকা সাহারা মরুভূমির অংশ হওয়ায় সেখানে জনবসতি বিরল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত চাদে ১১০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে অনেক মৃত্যুর তথ্য নথিভুক্ত না হওয়ায় মৃতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা সংস্থাটির।

সম্পর্কিত পোস্ট