বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ : এডিবি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২ | ১:১১ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২২ | ১:১১ অপরাহ্ণ
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ : এডিবি

চলতি অর্থবছর (২০২১-২২) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)।

বুধবার (৬ এপ্রিল) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’ এর এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

এডিবি জানায়, ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশে। সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি আয়ের ধারাবাহিকতায় এ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

সংস্থাটি জানায়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ও বাজারে অস্থির অবস্থার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি আগামী দুই অর্থবছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে। আন্তর্জাতিক বাজারে খাদ্য পণ্য, ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হবে ৬ শতাংশ।

করোনার প্রভাব কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের দিক থেকে এশীয় দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ। এটি রীতিমতো প্রশংসনীয়। শক্তিশালী এ পুনরুদ্ধারে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজ, সাপোর্টিভ ফিসক্যাল পলিসি, প্রবাসী আয়ের ওপর প্রণোদনা এবং সঠিক মুদ্রানীতি নিয়ামক হিসেবে কাজ করেছে।

সম্পর্কিত পোস্ট