মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চবিতে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ১:১০ অপরাহ্ণ
চবিতে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

দীর্ঘ দেড় বছর অপেক্ষার প্রহর শেষে সোমবার (১৮ অক্টোবর) খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে সকল শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে হল।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে শিক্ষার্থীদের বরণ করে নিতে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় তিনি শিক্ষার্থীদের ফুল, চকলেট, বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক, কলম ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেন।

হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা, করানো হচ্ছে স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা। অনেক শিক্ষার্থী হলে প্রবেশ করে শুরু করেছেন ‍রুম পরিষ্কারের কাজ।

ফুল-চকলেট-মাস্ক পেয়েছেন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হলে আগত শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘অনেকদিন পর হলে প্রবেশ করতে পেরে ভালো লাগছে। এতদিন মেসে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাবো।’

আলাওল হলের আবাসিক শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, ‘এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে পেলাম। এখন মনে হচ্ছে পৃথিবীটাও সুস্থ, সব স্বাভাবিক। হল কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দরভাবে আমাদের বরণ করে নেওয়ার জন্য।’

সম্পর্কিত পোস্ট