শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ১:৫৪ অপরাহ্ণ আপডেট: ২৯ মে ২০২৩ | ১:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) বিকেলে থানার বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করছিল বিএনপি। তাদের পদযাত্রা বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এছাড়া তাদের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে মিছিলটি মুরাদপুরের দিকে চলে যায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় কারা জড়িত শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট