বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডাকাত দলের ১১ সদস্য আটক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ৩:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামে ডাকাত দলের ১১ সদস্য আটক

চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১৫ এপ্রিল) দিনগত রাত থেকে রোববার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।

র‍্যাব জানায়, আটকদের কয়েকজন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত লোকদের টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তিরা বের হলে নির্জনস্থানে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে নেয়। একইসঙ্গে তাদের পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে টাকা দাবি করে। এছাড়াও চক্রটি চট্টগ্রামের বিভিন্ন রুটে চালকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে থাকে। আবার রমজান মাসে বেশি টাকা নিয়ে চলাফেরা করা লোকদের টার্গেট করে নির্জন স্থানে সর্বস্ব লুট করে নিতো দলটি।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঈদকে সামনে রেখে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। র‍্যাবের নজরদারিতে ডাকাত দলের ১১ সদস্য ধরা পড়ে। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট