শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কলম একাডেমি লন্ডনের অভিষেক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২:১৫ পূর্বাহ্ণ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২:১৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামে কলম একাডেমি লন্ডনের অভিষেক

গত রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস আর রহমান হলে কলম একাডেমি লন্ডন’র চট্টগ্রাম চ্যাপ্টারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রিয়াংকা সরকারের সঞ্চালনায় ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি করুণা আচার্যের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য লেখক ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোহীত উল আলম।

এতে প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক কবি, লেখক গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ ফরিদ উদ্দিন ফারুক, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন, কলম এখন একটি প্রতিষ্ঠান। ‘অক্ষরে অমরতা’ স্লোগানে পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘কলম একাডেমি লন্ডন’ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিগত ১০ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বিশ্বজুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে।

প্রধান অতিথি অধ্যাপক ড.মোহীত উল আলম তার বক্তব্যে বাংলা ভাষার প্রচার প্রসারে কলম একাডেমি লন্ডন এর ভূমিকা নিয়ে প্রশংসা করেন। সংগঠনের পক্ষে যে দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন তা যৌক্তিক বলে মনে করেন। লেখকদের পক্ষে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি মনে করেন।

প্রধান বক্তা কামরুল ইসলাম বলেন, সংগঠনের মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সম্ভব। লেখক সমাজের চক্ষু, জাতির বিবেক। লেখক বুকের রক্ত কালি করে বিশ্বশান্তির জন্য লেখেন। তাঁরা জাতির অহংকার। ইতিহাস ও ঐতিহ্যের রূপকার। তাঁরাই আজ সমাজে চরম অবহেলিত, কখনও ক্ষুধার্ত। কলম একাডেমি লন্ডন লেখকদের পাশে থেকে ও তাঁদের কল্যাণে বিশ্বময় যে ভূমিকা গ্রহণ করেছে তার সফলতা কামনা করছি।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী রাহাত মামুন, প্রচার প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, বেলাল উদ্দিন, বিভাগীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, জেলা উপদেষ্টা মোঃ ফজলুল কাদের, উপদেষ্টা শিশু সাহিত্যিক দীপক বড়ুয়া, শিশু সাহিত্যিক ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাহিত্য সম্পাদক অমিত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট