মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্রিসে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১:৫১ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১:৫১ অপরাহ্ণ
গ্রিসে পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ

গ্রিসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। গ্রিস-বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মদ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। রাষ্ট্রদূত আসুদ আহ্মদ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

গ্রিসসহ সারা বিশ্বে চলমান করোনা মহামারি পরিস্থিতির প্রেক্ষিতে দুই বছর পর এ বছর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় ঐতিহাসিক ৭ মার্চ ২০২২। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কোরান তেলোওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস ও গ্রিস আওয়ামী লীগের বিভিন্ন নেতাসহ প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের বাংলাদেশিরা অংশ নেন।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল ও দূতলায় প্রধান মো. খালেদ।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশ থেকে প্রধান অতিথির আসন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

দূতালায় প্রধান মো. খালেদের সঞ্চালনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক বক্তব্যের গুরুত্ব ও বৈশ্বিক তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তার বক্তব্যের মাধ্যমে যুগোত্তীর্ণ নেতায় পরিণত হয়েছিলেন। তার আহবানে শুধু বাঙালিদের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মেহনতি, নির্যাতিত মানুষের যৌক্তিক দাবি আদায়ের অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুক্ত আলোচনায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, গ্রিস আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রবাসীদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা ও বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন।

সংলাপ /০৩/০৯/০০৭ আ/আ

সম্পর্কিত পোস্ট