শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ লিবিয়ায়

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২ | ১১:১১ অপরাহ্ণ আপডেট: ৬ এপ্রিল ২০২২ | ১১:২০ অপরাহ্ণ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ লিবিয়ায়

ইফতারি তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পাঁচজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন লিবিয়ায়। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে দেশটির তবরুক শহরের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় তবরুক মেডিকেল সেন্টারের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

আহতরা হলেন- টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মো. রিপন হোসেন এবং জামালপুরের সোজাউদ্দৌলা। এছাড়া ঝিনাইদহের রিপনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশি ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে৷

সংলাপ-০৬/০৪/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট