বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেরসনে বাঁধ বিপর্যয়ে রুশ সন্ত্রাসীরা দায়ী: জেলেনস্কি

প্রকাশ: ৬ জুন ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ আপডেট: ৬ জুন ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ
খেরসনে বাঁধ বিপর্যয়ে রুশ সন্ত্রাসীরা দায়ী: জেলেনস্কি

ইউক্রেনের খেরসনে ‘নোভো কাখোভকা’ বাঁধ ধস নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে অঞ্চলটিতে। এ ঘটনায় রুশ সন্ত্রসীদের দায়ী করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণের কমান্ড মঙ্গলবার (৬ জুন) বিবৃতিতে দাবি করেছে, ‘কাখোভকা বাঁধটি শত্রুরা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।

এরপরই জেলেনস্কি টুইট বার্তায় বলেন, ‘কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে বিপর্যয়ে প্রমাণ করে রুশ সেনাদের ইউক্রেনের প্রতিটি ইঞ্চি থেকে তাদের বিতাড়িত করতে হবে। তাদের জন্য এক মিটার জায়গাও ছেড়ে দেওয়া যাবে না। কারণ, সন্ত্রাসী কার্যক্রম চালাতে তারা প্রতিটি ইঞ্চি ব্যবহার করতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সব জরুরি পরিষেবা কাজ করছে। আমি জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলকে ডেকেছি।’

খেরসন সামরিক আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুডিন জানিয়েছেন, বাঁধ ধসের পর কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পুরো অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। বন্যায় কমপক্ষে ১৬ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধ্বংস হয়ে থাকলে পুরো অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং দ্রুতগতিতে প্লাবিত হচ্ছে। তবে মস্কোপন্থি মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করছেন। প্রথমে বাঁধ ধসের খবরটি অস্বীকার করে মেয়র ভ্লাদিমির লিওন্টিভ বলেন, ‘সব কিছু স্বাভাবিক ও শান্ত। এখানে কিছুই হয়নি।’

সম্পর্কিত পোস্ট