শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের বড়দিন উদযাপন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ
কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের বড়দিন উদযাপন

কুয়েতে অবস্থানরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘বড়দিন’ উদযাপন করেছে। রোববার দুপুরের পর থেকে কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া চার্চে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে সমবেত হতে শুরু করেন প্রবাসীরা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আলোচনা, শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গত বছর করোনার বিধি-নিষেধে থাকার কারণে বেশি লোকসমাগম না হলেও এ বছর বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ অন্যান্য দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বী নাগরিকদের ব্যাপক জনসমাগম দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে  ও সুষ্ঠুভাবে বড়দিন সম্পন্ন করতে উৎসবস্থল ও আশপাশের সড়কে কুয়েত প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

চার্চের পাশপাশি শপিংমল,রেস্তোরাঁতের ছিল মানুষের ভিড়। কসমেটিক্স ও জুয়েলারি শপগুলোতেও ছিল প্রচুর লোক সমাগম। বড়দিন উপলক্ষ্যে বিভিন্ন শপিংমল, অফিস, বাসাবাড়িতে আলোকসজ্জা ছিল।

সম্পর্কিত পোস্ট