শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার

কাবাঘর সম্পূর্ণ উন্মুক্ত করে দিলো সৌদি সরকার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৪:৪১ অপরাহ্ণ
কাবাঘর সম্পূর্ণ উন্মুক্ত করে দিলো সৌদি সরকার

সৌদি আরবের মক্কায় কাবাঘর তাওয়াফ ও মদিনা মসজিদে নববীতে বিধিনিষেধ তুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামিকাল রবিবার(১৭ অক্টোবর)থেকে পূর্ণ ধারণক্ষমতা নিয়ে তাওয়াফ ও জিয়ারত করতে পারবেন মুসল্লিরা। আজ শনিবার হজ্ব ও ওমরাহ্‌ পরিচালনা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক ফেইজ ‘হারামাইন শরীফাইন’ এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে দেশটির বাদশাহ শেখ সালমান এর জারিকৃত এক আদেশে স্বাস্থ্য মন্ত্রী ড. তৌফিক বিন ফওজান বিন মুহাম্মদ আল-রাবিয়াহকে এখন থেকে হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বিবৃতিতে ব্রিটিশ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমন হ্রাস পাওয়ায় চলতি মাস থেকে সৌদি আরবের খোলা জায়গায় মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই।

একইভাবে কভিড-১৯ নীতি সামাজিক দূরত্বের ক্ষেত্রেও শিথিলতা আনতে যাচ্ছে সরকার।তারই ধারাবাহিতায় দেশটিতে অবস্থিত মুসলিম উম্মাহ্’র দুটি পবিত্র মসজিদে মক্কা ও মদিনায় পূর্ণ ধারণক্ষমতার উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।

বাসিন্দাদের যেসকল স্থানে সামাজিক দূরত্বের নিয়মকানুন মানতে গণসমাগমের স্থান, ট্রান্সপোর্ট, রেস্তোরাঁ, সিনেমা হলে স্বাভাবিক চলাফেরার অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা জনসমাগম স্থানে মাস্ক ছাড়া চলতে পারবেন। তবে জনসাধারণের যে সকল স্থানে তাওয়াক্কালনা ট্রেসিং অ্যাপের দ্বারা পর্যবেক্ষণ করা হয়, এমন এলাকায় পরতে হবে মাস্ক ব্যবহার করতে হবে।

কর্তৃপক্ষ আরো নিশ্চিত করে যে, এখন থেকে সম্পূর্ণ ভ্যাকসিনের ডোজ গ্রহণকারী যে কেও মাস্ক ও ওমরাহ্‌ ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে মসজিদ পরিদর্শন করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট