শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডা আওয়ামী যুবলীগের উদ্যেগে পালন করা হয়েছে ৭ মার্চ

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ১:০৪ অপরাহ্ণ আপডেট: ১৪ মার্চ ২০২২ | ১:০৬ অপরাহ্ণ
কানাডা আওয়ামী যুবলীগের উদ্যেগে পালন করা হয়েছে ৭ মার্চ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কানাডা শাখার উদ্যেগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় মিনিটে জুম প্লাটফর্মে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কানাডা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মূলত একটি দূরদশী প্রাজ্ঞ ও প্রাঞ্জল ভাষণ। পৃথিবীর অনেক রাজনৈতিক বিশ্লেষকগণের বর্ণনায় এই ভাষণ নিয়ে বহুমাত্রিক বিশ্লেষন আছে। তাৎক্ষনিক, উপস্থিত ও অলিখিত ১৮ মিনিটের এই ভাষণ বঙ্গবন্ধুর হৃদয়ের গভীরের বিশ্বাস হতে উৎসারিত ছিল। এই ভাষণে তিনি সারা বাংলা, বাঙালি আর সারা বিশ্বকে বুঝাতে পেরেছিলেন কেবল ভৌগলিক স্বাধীনতাই যথেষ্ঠ নয়, প্রয়োজন মানুষের মুক্তি আর বেঁচে থাকার স্বাধীনতা।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রহমত উল্ল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নীরু চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা, দপ্তর সম্পাক শেখ জসীম উদ্দীন, কানাডা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোতাহের মিয়া, কানাডা আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, মনজুরুল চৌধুরী, ঝোটন তরফদার, মাসুদ সিদ্দিকী,অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্ঠা আফিয়া বেগম, কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, টিভি চ্যালেন এটিভি এর সি ই ও আবদুর রহিম, কানাডা যুবলীগ প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ইফফাত জাহান চৈতী, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ উদ্দীন রতন, রেজাউল আমিন, সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ, আশরাফ চৌধুরী, বদরুর ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ সিকদার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তৌসিফ মাহমুদ ফাহিম, বন ও পরিবেশ সম্পাদক শান্তনু দেব বর্মন,শিল্প ও বাণিজ্য সম্পাদক ওয়াহিদ মাসুম প্রমুখ ৷

সভায় বক্তারা আরও বলেন, সামরিক শক্তিতে অতীব দূর্বল হয়েও বাঙালি গেরিলা যোদ্ধা তথা মুক্তিযোদ্ধাদের মনোবলে যে অজেয় শক্তি কাজ করেছিল তার অনেকটা জুড়েই ছিল ৭ মার্চের ভাষণ আর জয় বাংলা স্লোগান। এই শক্তিতেই বাঙালি গর্জে উঠেছিল, ধরেছিল অস্ত্র, চিনতে শিখেছিল নিজের অধিকারকে, ভেঙেছিল পরাধীনতার শৃংখল।

সংলাপ-১৪/০৩/০০২/আ/আ

সম্পর্কিত পোস্ট