শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে সাংবাদিকদের সাক্ষাৎ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ৬:০৮ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ৬:০৮ অপরাহ্ণ
কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে সাংবাদিকদের সাক্ষাৎ

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে বাংলাদেশ দূতাবাস কাতারের অস্থায়ী প্রধান চার্জ দ্য অ্যাফেয়ার্স নিযুক্ত হওয়ায় কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাংবাদিকদের এ সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান কাতারে ফুটবল বিশ্বকাপ চলাকালে কাতারে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের কাছে দূতাবাসের সব তথ্য আদান-প্রদান করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ দূতাবাসের মিডিয়া উইং এক সপ্তাহের মধ্যে চালু করার ঘোষণা দেন তিনি।

সাংবাদিকদের পক্ষ থেকে ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দূতাবাস কাতারের অস্থায়ী প্রধান চার্জ দ্য অ্যাফেয়ার্স নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

এইসময় উপস্থিত ছিলেন একাত্তর টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী, বাংলা ভিশন টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, জিটিভির কাতার প্রতিনিধি এম এ সালাম, চ্যানেল ২৪ টিভির কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, সময় টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, এস এ টিভির কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব, একাত্তর বাংলা অনলাইন টিভির কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

সম্পর্কিত পোস্ট