শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাতারে শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা

প্রকাশ: ৮ নভেম্বর ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ
কাতারে শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা

কাতারে বিশ্বকাপের বাকী আর মাত্র ১০ দিন। বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাজে সাজছে লুসাইন সিটি। অন্যদিকে বিশ্বকাপের ট্রপিটা এক পলক ছুঁয়ে দেখতে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের।  সময় যতই ঘনিয়ে আসছে ততই সমর্থকদের উন্মাদনা বাড়ছে।

চলতি মাসের শুরু থেকে বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা কাতারে আসতে শুরু করেছে। প্রিয় দলের পতাকায় ছেয়ে গেছে কাতারের অলিগলি। ইতিমধ্যে ২২ তলা বিশিষ্ট রণতরী রাজধানী দোহায় এসে পৌঁছেছে। দেশটিতে এখন চলছে মাসব্যাপী উৎসব। প্রতিদিন লুসাইল সিটিসহ বিভিন্ন শহরে চলছে উৎসবের আমেজ। এই বিশ্বকাপ আসরে শামিল হতে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদেরও।

মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশটিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি রাস্তাঘাটে উৎসবের আমেজ বিরাজ করছে। এবার ৫টি শহরের ৮টি ভেন্যুতে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে ৩২ দলের লড়াই দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারাবিশ্বের ফুটবল প্রেমীরা।

সারাবিশ্বের ফুটবল প্রেমীদের চোখ এখন আয়োজক দেশ কাতারের দিকে। চলতি বছরের ২০ নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ফুটবল বিশ্বকাপ।

সম্পর্কিত পোস্ট