শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতারে ঢাকা বিশবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩ | ২:১৩ অপরাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৩ | ২:১৩ অপরাহ্ণ
কাতারে ঢাকা বিশবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোবাবার (২ এপ্রিল) কাতারের রাজধানী দোহার পাঁচ তারকা হোটেল রাউয়ান্ড-এ আল জাউহারা বলরুমে কাতারে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারবর্গ সহ তাঁরা উপস্থিত ছিলেন।

সর্বকনিষ্ঠ প্রাক্তন ছাত্র লোকপ্রশাসন বিভাগের হাফেজ ওবায়দুল্লাহ রাফির কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানের সুচনা হয়। ইফতেখার উদ্দিন মিশুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন । .

এসময় সংগঠনের আত্মপ্রকাশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন কাজী আবু হেনা শামীম আহসান । ধর্মীয় বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আবদুল ওয়াকিল। সমাপনী বক্তব্য শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন এ.কে.এম. আমিনুল হক কাজল। ইফতার পরবর্তী পরিচিতি পর্বে নিজ নিজ পরিচয় ও অনুভূতি ব্যক্ত করেন সাবেক শিক্ষার্থীরা। উপস্থিত প্রবীণতম শিক্ষার্থী ছিলেন ৭৭-৭৮ শিক্ষাবর্ষের হাসিনা দৌলত আরা এবং ৭৮-৭৯ শিক্ষাবর্ষর চৌধুরী মোসাদ্দেক হোসেন।

অন্যান্যদের মধ্যে নিজ নিজ পরিচয় তুলে ধরেন রেহানা বেগম ,ইউসুফ সাঈদ, আবু শামা,ইসমত আরা ইউনুস, শামসুন নাহার চৌধুরী, শফিকুল ইসলাম, মোহাম্মদ তাফসীর উদ্দিন, নিয়াজ মোর্শেদ খান, আকবর কালাম, মোসাদ্দেক হোসেন, জহিরুল হক, জাহিদুল ইসলাম, খাইরুল ওয়ারা মঞ্জুর , সাগর মন্ডল, ফখরুল ইসলাম,জায়েদ আহমেদ শাওন, সাকিমুন খান, রিয়াশেদ ইসলাম, শিউলি রহমান,শামসেদ জেরিন, আবু তালহা,আশরাফ উদ্দিন,শালিমা ইসলাম শ্যামা,নিলুফার ইয়াসমিন সহ আরও অনেকে।

ঈদ পুনর্মিনীতে আবারও সবাই মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট