শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত এক জাহাজের ৮০০ যাত্রী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত এক জাহাজের ৮০০ যাত্রী

সারা বিশ্বে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করা একটি জাহাজে ৮০০ জন যাত্রীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে কড়া কভিড বিধিনিষেধ। খবর রয়টার্সের।

কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে জাহাজটি ভিড়েছে সিডনি বন্দরে। ওই জাহাজের ৮০০ যাত্রীর কভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এর ফলে শুধু সিডনি নয়, সারা অস্ট্রেলিয়াতে আবারও ছড়াতে পারে কভিড।

২০২০ সালেও একই ঘটনা ঘটেছিল সিডনিতে। রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরী সিডনি বন্দরে নোঙর করে। ওই প্রমোদতরীতেও বহু যাত্রী সংক্রমিত হয়েছিলেন। তার জেরে গোটা নিউ সাউথ ওয়েলসে ৯১৪ জন আক্রান্ত হন। ২৮ জনের মৃত্যু হয়। পরে তদন্তে জানা গিয়েছিল সে কথা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল বলেন, সুস্থ হলে এক এক করে যাত্রীদের বার করে আনা হবে জাহাজ থেকে।

সম্পর্কিত পোস্ট