বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওমানে অবৈধভাবে মাছ শিকার আটক ১০ প্রবাসী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১ | ১২:১৫ পূর্বাহ্ণ আপডেট: ১২ নভেম্বর ২০২১ | ১২:১৫ পূর্বাহ্ণ
ওমানে অবৈধভাবে মাছ শিকার আটক ১০ প্রবাসী

উপসাগরীয় দেশ ওমানে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ১০ জন অধিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এঘটনায় আটককৃতদের ভিসা বাতিল করে ওমান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির কৃষি,মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, দেশটির প্রচলিত আইন লঙ্ঘন করে সাগরে অবৈধভাবে মাছ শিকারকালে আল দাখেলিয়া প্রদেশ থেকে ১০ এশিয়ান নাগরিকে গ্রেফতার করে হয়। আইন লঙ্ঘনের অপরাধে আটককৃত অধিবাসীদের জরিমানা ও তাদের ভিসা বাতিল করে ওমান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় এক সূত্রে জানা যায় আটককৃত ১০ জন অধিবাসী বাংলাদেশি নাগরিক।

অপরদিকে রয়্যাল ওমান পুলিশের বিবৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম ‘টাইমস অব ওমান’ এর সংবাদে জানানো হয়, অবৈধ অনুপ্রবেশকালে দেশটির উত্তর আল বাতিনা প্রদেশের শিনাস উপকল থেকে ২০ জনকে গ্রেফতার করে কোস্ট গার্ড পুলিশ। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট