মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কনস্যুলেটে সংবাদ সম্মেলন

আমিরাতে বিজয় উৎসবের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ১২:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ১২:৩৯ পূর্বাহ্ণ
আমিরাতে বিজয় উৎসবের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতার সূর্বণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশে নানা কর্মসূচি ঘোষিত হয়েছে। চলছে সকল আয়োজনের জোর প্রস্তুতি। এবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জানালো তাদের প্রস্তুতির কথা। ব্যাপক প্রস্তুতির মাধ্যমে স্মরণীয় আয়োজনের দিকে এগোচ্ছে কনস্যুলেট। রাখা হচ্ছে তিন দিনব্যাপী কর্মসূচি।

উক্ত আয়োজনের প্রস্তুতি ও প্রচারণার বিষয়ে অবগত করতে শুক্রবার (১২ নভেম্বর) স্থানীয় বাংলাদেশি সংবাদিকদের ডেকে বসেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

অনাড়ম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পুরো আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বিএম জামাল হোসেন জানান, বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে আমিরাতে তিন দিনব্যাপী বিজয় উৎসবের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহৎ আয়োজনের মধ্যে রয়েছে ১৮ ডিসেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা ভিন্ন ভিন্ন পরিবেশনায় অংশ নিবেন। এতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিও আশার করছেন তিনি।

তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর দুবাইয়ের সবচে বড় আয়োজন এক্সপো ২০২০ এর মূলমঞ্চ আল ওয়াসাল প্লাজার সামনে বিজয় উৎসবের আয়োজন করবে বাংলাদেশ। দুবাইয়ের এই বড় আয়োজনের দিকে স্বাভাবিকভাবেই সারাবিশ্বের নজর এখন। ইতিহাসের এই মাইফলক মূহুর্তকে স্মরণীয় করে রাখতে সেখানেই বিজয় উৎসবের আয়োজেনর বিষয়েও প্রস্তুতি এগোচ্ছে বাংলাদেশের। ওই আয়োজন সমৃদ্ধ করতে দুবাইয়ের রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স শেখ আব্দুল্লাহ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম ও শারজাহ রাজ পরিবারের সদস্য শেখ সাকের বিন রশিদ আল কাশিম বাংলাদেশের বিজয় উৎসবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়াও রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ১৭ ডিসেম্বর বিজয় উৎসব ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, প্রভাস লামারাং, ফকির মনোয়ার হোসেনসহ কনস্যুলেট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট