শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও উত্তপ্ত চবি ক্যাম্পাস

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ
আবারও উত্তপ্ত চবি ক্যাম্পাস

আগের সংঘর্ষের রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এর দুটি অংশ মকু (দেলোয়ারের অনুসারী)  ও ব্রাদার্সের (আল আমিন) অনুসারীরা। এসময় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক  ও স্টাফদের কক্ষ ভাঙচুর করা হয়।

শুক্রবার(২৪ ফেব্রুয়ারি)  দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ ঘটে। এখনো পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি দিনগত রাতের সংঘর্ষের জের ধরেই আবারও হামলার ঘটনা ঘটেছে। সেদিন ঘটনার মীমাংসা না হওয়ায় কয়েকদিন থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এ ঘটনার জেরে শুক্রবার আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিক হামলা চালান। পরে সোহরাওয়ার্দী হলের গ্রুপ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

মকু গ্রুপের নেতা সহ সভাপতি নজরুল ইসলাম সবুজ বলেন, ‘আমাদের ওপর জামায়াত শিবিরের মতো অতর্কিত হামলা করা হয়। এসময় তারা হল ভাঙচুর করে ও ইট পাটকেল নিক্ষেপ করে।’

এ বিষয়ে জানতে ব্রাদার্সের নেতা আল আমিন শেখকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, পূর্বের ঘটনার জের ধরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আমরা প্রক্টরিয়াল বডি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তারা সোহরাওয়ার্দী হলের ৮ টি কক্ষ ভাঙচুর করে।

রাকিব/আইআই

সম্পর্কিত পোস্ট