বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বিশ্ব মা দিবস।

প্রকাশ: ৮ মে ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২২ | ৫:১৫ অপরাহ্ণ
আজ বিশ্ব মা দিবস।

আজ বিশ্ব মা দিবস। মা একজন সন্তানের আনন্দের উৎস, অনুভূতি প্রকাশের জায়গা। মাকে ছাড়া আনন্দের উৎস খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। যেকারণে দিনটি কারো জন্য উৎসবের, কারো জন্য বেদনার। দেশে বসে মায়ের সঙ্গে সময় কাটানো গেলেও মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত হন প্রবাসী সন্তানরা।

হাজার মাইল দূরে প্রবাসী সন্তানরা কর্মব্যস্ত সময় কাটান। কাজের ফাঁকে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তাতেই সকল ক্লান্তি দূর হয়। সাহস পান পুনরায় কাজে ফেরার। বছরের পর বছর এভাবে লেখা হয় পরবাসের দিনলিপি। তবে পরবাসে দিনযাপন করতে গিয়ে কেউ কেউ হারিয়ে ফেলেন ‘মা’ নামের অমূল্য সম্পদ। প্রবাসের নানা নিয়ম-নীতি আর জটিল সমিকরণ। শেষ যাত্রায় মায়ের মুখ দেখা হয় না বেশির ভাগ প্রবাসীর। তবুও শেষবার মায়ের মাকে দেখতে দেশে ছুটে যান কেউ কেউ।

কেউ আবার সন্তানকে নিয়েই কাজ করেন নিষ্ঠুর প্রবাসে। সকালে কাজে বের হলে বাসায় ফিরে আসেন মধ্যরাতে। যেখানে মা আর সন্তানের মায়ার দূরত্ব বেড়ে যায় যোজন যোজান।

কেউ আবার মা হারানোর শূন্যতা ভুলে থাকার চেষ্টা করেন মা ডাক শুনে। যেখানে রচিত হয় অনন্য এক জগৎ।

চাকরি কিংবা পড়ালেখার জন্য পরিবার ছেড়ে প্রবাস আসা সবার অনুভূতি প্রায় একই রকম। উৎসব আয়োজনে মাকে মনে পড়ে। মা বিহীন যেকোনো উৎসব মলিন লাগে। এমন অনুভূতি প্রবাসীদের জন্য খুবই কষ্টদায়ক।

সম্পর্কিত পোস্ট